স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : বৃহস্পতিবার শ্রম দপ্তরের উদ্যোগে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের মাধ্যমে মেগা সচেতনতা ও নথীভুক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। এদিন আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস।
রাজ্যে বড় অংশ শ্রমজীবী অংশের মানুষ রয়েছে। অধিকাংশই শ্রমিকের কাজ করে। তার মধ্যে একটা অংশ রয়েছে নির্মাণ শ্রমিক। তাদের জন্য সরকার একটি আলাদা বোর্ড গঠন করে রেখেছে। পৃথক ভাবে শ্রম দপ্তর করা হয়েছে। শ্রমিককে সহায়তা, বিকাশ ও মানোন্নয়নের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়। একটা সময় এই দপ্তর ও বোর্ডকে বিকলাং করে রাখা হয়েছিল। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন সহায়তা করা হয়নি। যারা সমাজকে দিশা দেখাচ্ছে, তাদের অধিকার নিজেদের পকেটে ভরে রাখার মত নিষ্ঠুরতা আর কিছু হতে পারে না বলে জানান মন্ত্রী ভগবান চন্দ্র দাস। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিনয় ভূষণ দাস, সচিব অভিষেক সিং, শ্রম কমিশনার ডা. নরেশ বাবু এন সহ অন্যান্যরা।