Saturday, December 9, 2023
বাড়িরাজ্যজওয়ানদের রাখী পরিয়ে দীর্ঘায়ু কামনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

জওয়ানদের রাখী পরিয়ে দীর্ঘায়ু কামনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : প্রতি বছরের মতো এবছরও রাখী বন্ধন উৎসবে ব্রতী হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বৃহস্পতিবার রাখী বন্ধন উৎসব উপলক্ষে রাজধানীর আখাউড়া সীমান্তে গিয়ে সীমান্ত রক্ষীদের রাখী পরিয়ে দেন। পরে তিনি বলেন, রাখি বন্ধন উৎসব এক অন্যতম পবিত্রতম দিন।

 প্রত্যেক বছরের ন্যায় এ বছরও আখাউড়ার সীমান্তে এসে সীমান্ত রক্ষীদের তাদের রাখী পরিয়ে দিয়ে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। দেশের বিভিন্ন রাজ্য থেকে দায়িত্ব পালন করতে ত্রিপুরায় রয়েছেন বহু বিএসএফ জওয়ান। তারা যাতে এই দিনে পরিবারের অভাব অনুভব না করে তার জন্য রাখি পরিয়ে দীর্ঘায়ু কামনা করেন বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পাশাপাশি বিশেষ করে ভাই বোনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা যাতে অটুট থাকে তার জন্য কামনা করেন তিনি। পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি এস এফ জওয়ানদের আধিকারিকদের সাথে বসে সীমান্তবর্তী এলাকার খোঁজখবর নেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য