Friday, November 22, 2024
বাড়িরাজ্যবাইক বাহিনীর হাতে আক্রান্তের শিকার কংগ্রেসের সিপাহীজলা জেলার সহ-সভাপতি

বাইক বাহিনীর হাতে আক্রান্তের শিকার কংগ্রেসের সিপাহীজলা জেলার সহ-সভাপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : বিধানসভা নির্বাচন আর কয়েক মাস বাকি। নির্বাচনের আগে কংগ্রেস আবার ভেন্টিলেশন থেকে বের হয়ে সারা রাজ্যে নিজেদের শক্তি প্রদর্শন করে শাসক দলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। আর তাতেই নড়বড়ে হয়ে পড়েছে শাসক দল। আতঙ্কে ভুগছে শাসকদলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের কর্মীরা।

ফলে প্রতিদিন আক্রান্ত হচ্ছে কংগ্রেস কর্মী সমর্থক। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার শাসক দলের বাইক বাহিনী দ্বারা আক্রান্ত হয় আরো এক কংগ্রেস কর্মী। ঘটনা নলছড় মায়ারানী পঞ্চায়েত এলাকায়। আহত কংগ্রেস কর্মী সিপাহী জলা জেলার সহ-সভাপতি। নাম পরিমল দেবনাথ। জানা যায় তিনি বৃহস্পতিবার কংগ্রেসের একটি যোগদান সভায় যাওয়ার সময় বিজেপি দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় সোনামুড়া মহকুমা হাসপাতালে। অভিযোগ এই দিন তিনি যোগদান সভায় যাওয়ার সময় বাইক বাহিনীর ১০ থেকে ১৫ জন ঐক্যবদ্ধ হয়ে পরিমল দেবনাথের উপর অতর্কিত হামলা চালায়। এবং এদের যারা কংগ্রেসের যোগদান করে তাদের উপরও আক্রমণ সংগঠিত করেছে শাসকদলের বাইক বাহিনীর সদস্যরা। স্থানীয়দের কাছ থেকে আরও জানা যায় এদিন পুরো পঞ্চায়েত ভেঙে যাওয়ার কথা ছিল। অর্ধ শতাধিক মানুষ বিজেপি থেকে কংগ্রেসের যোগদান করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তাই এদিন পরিকল্পিতভাবে বাইক বাহিনী রড, ইট, পাটকেল নিয়ে যোগদানকারীদের উপর হামলা চালায়। তাতে গুরুতর আহত হন পরিমল দেবনাথ। পরবর্তী সময় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিমল দেবনাথকে জিবি হাসপাতালে রেফার করেন। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লাড়ছে ৫২ বছর বয়সী কংগ্রেস কর্মী। এ ধরনের অতর্কিত হামলা পূর্বেও একাধিকবার এলাকায় সংঘটিত হয়েছে। কিন্তু শাসক দল বলে সাত খুন মাফ হয়ে যাচ্ছে বাইক বাহিনীর। পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় উঠছে প্রশ্ন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য