Friday, November 22, 2024
বাড়িরাজ্যকরোনা সংক্রমিত হয়ে মৃত্যু আরো ২

করোনা সংক্রমিত হয়ে মৃত্যু আরো ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ আগস্ট : যতটা দ্রুত করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, ততটাই দ্রুত সংক্রমনের গ্রাফ নিম্নমুখী হয়েছে রাজ্যে। কিন্তু পিছু ছাড়ছে না মৃত্যু। ফলে উদ্বেগ কাটছে না মৃত্যু নিয়ে। গত ২৪ ঘন্টায় ১,৮৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ সনাক্ত হয় ৪৮ জনের শরীরে। কিন্তু মৃত্যু হয়েছে দুজনের। ‪২৪ ঘন্টায় সংক্রমণ পরিসংখ্যানের নিরিখে পশ্চিম জেলায় সংক্রমিত ৩ জন, সিপাহী জেলায় জেলায় সংক্রমিত একজন, খোয়াই জেলায় সংক্রমিত তিনজন, গোমতী জেলায় সংক্রমিত ১০ জন, দক্ষিণ জেলার সংক্রমিত ৮ জন, ধলাই জেলা এবং ঊনকোটি জেলায় ৬ জন করে মোট ১২ জন সংক্রমিত এবং উত্তর জেলায় সংক্রমিত ১১ জন।

যদিও সংক্রমণের ধারা অব্যাহত রয়েছে। কিন্তু সংক্রমনের হার কমে দাঁড়ায় বর্তমানে ২.৫৯ শতাংশ। সুস্থতার হার রাজ্যে ৯৮.৬৪ শতাংশ। নতুন করে সুস্থ হয়েছে ১১৩ জন। কিন্তু ২৪ ঘন্টায় দুজনের মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। এদিকে সারা দেশের মতো রাজ্য চলছে আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি। সংক্রমণ নিয়ে মানুষের মধ্যে কোন ধরনের সচেতনতা পরিলক্ষিত হচ্ছে না। সংক্রমনের গ্রাফ নিম্নমুখী হলেও আগামী দিনে আবার ভয়াবহ আকার ধারণ করবে না তার কোন নিশ্চয়তা নেই। প্রশাসনিক ভাবে মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার উপর নির্দেশিকা জারি করা হলেও, সবটাই কলা পাতা বলে মনে করছে সচেতন মহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য