স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ সেপ্টেম্বর : ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এ উপলক্ষ্যে আগরতলা শহরে এক সচেতন মূলক মিছিল সংগঠিত করা হয়। ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।
মিছিলের সূচনা করেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপ কুমার সাহা, জিবি হাসপাতালের এমএস ডাঃ শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় মিছিলটি। রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি পুনঃরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন সংস্থা ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। মন্ত্রী টিঙ্কু রায় জানান আত্মহত্যার প্রবণতা কমানোর জন্য মা-বাবাদেরও ভাবতে হবে। জোর করে ছেলে মেয়েদের উপর কোন কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়।

