স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ সেপ্টেম্বর : জনজাতিদের সন্মান জড়িয়ে রয়েছে রিশার সাথে। আর সেই রিশাকে অপমান করেছেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। এমনটাই অভিযোগ জনজাতি সমাজের। তাই নিঃসার্থে ক্ষমা চাইতে হবে জীতেন্দ্র চৌধুরীকে। তাই এমনটা দাবি তুলেছে জনজাতি সমাজ। বুধবার এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় আমবাসা নাইলাহা বাড়ি এলাকায় জাতীয় সড়কে বিরোধী দলের নেতার কনভয় আটকে দেয় স্থানীয় জনজাতি নারী পুরুষ। পুলিশ আগাম খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক, ওসি প্রচুর পুলিশ টিএসআর মোতায়েন করে। বিরোধী দলের নেতার কনভয় আসতেই প্রায় শতাধিক জনজাতি নারী পুরুষ সকলেই কালো পতাকা দেখায় এবং গো ব্যাক শ্লোগান তুলে। প্রায় আধঘন্টা পর বিক্ষোভ দেখানোর পর পুলিশের প্রচেষ্টায় বিক্ষোভ স্থল থেকে বেরিয়ে আসেন বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জীতেন্দ্র চৌধুরী।
বিক্ষোভকারীদের মধ্যে একজন জানান জীতেন্দ্র চৌধুরীকে রিশাকে অপমানিত করেছেন তার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে। অন্যথা রাজ্য জুড়ে আরো আন্দোলন সংগঠিত করা হবে। বিক্ষোভের বিষয়ে জীতেন্দ্র চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন তিনি যখন সংস্কৃতি মন্ত্রী ছিলেন তখন ত্রিপুরা রাজ্যের প্রথম রিশা চালু করেছেন। কিন্তু উনার বসবার চেয়ারে একটি রিশা আছে। এটা নিয়ে অপপ্রচার শুরু করেছে জনজাতি মোর্চার নেতা বিপিন দেববর্মা। কিন্তু বিপিন দেববর্মা সহ বিজেপি-র জেনে রাখা ভালো জিতেন্দ্র চৌধুরী তার মেরুদণ্ড বরাবর রিশা রাখেন, কারণ জনজাতিদের সম্মানের রিশা যাতে বিজেপি কাছে মেরুদন্ড সোজা রাখে। তিনি আরো বলেন, বিজেপি এখন মাটি হারাচ্ছে বলে জনজাতি মোর্চাকে দিয়ে আজকের পরিকল্পিত ঘটনা সংগঠিত করেছে। রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন করছে না বিজেপি, তখন কেন তারা কালো পতাকা দেখায় না প্রশ্ন তুলেন বিরোধী দলনেতা।

