Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যঅন লাইন বুকিং পোর্টালের সূচনা মন্ত্রীর

অন লাইন বুকিং পোর্টালের সূচনা মন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : বুধবার ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে রাজ্য অতিথি শালায় ত্রিপুরা পর্যটনের জন্য নতুন ভাবে তৈরি করা অন লাইন বুকিং পোর্টালের সূচনা হয়। এদিন অনলাইন বুকিং পোর্টালের সূচনা করেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।  ২০১৮ সালে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়। এরপর ২০২০ সালে করোনার কারনে লক ডাউন ঘোষণা করা হয় দেশ জুড়ে। এই সময়ের মধ্যে রাজ্যে আন্তদেশীয় ও আন্তর্জাতিক পর্যটক কি হারে এসেছিল তার পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

তিনি জানান ২০১৫-১৬ সালে পূর্বতন সরকারের আমলে আন্তদেশীর পর্যটক রাজ্যে এসেছিল সাড়ে তিন লক্ষের মত। আর বিদেশী পর্যটক আসে ৩৫ হাজারের  উপর। সেই জায়গায় নতুন সরকার আসার পর ২০১৮-১৯ সালে আন্তদেশীয় পর্যটক রাজ্যে ৪ লক্ষের উপর। আর আন্তর্জাতিক পর্যটক আসে ১ লক্ষ ১২ হাজারের উপর। ২০২১-২২ সালে আন্তদেশীয় পর্যটক আসে প্রায় ২ লক্ষের মতো। কিন্তু বিদেশী পর্যটক আসে মাত্র ৩৬ জন। এরা বাংলাদেশ থেকে আসে। কোভিডের কারনে পর্যটক কেমেছে বলে জানান তিনি। ডম্বুর, ছবিমুড়ায় আধুনিক বোটিং-র ব্যবস্থা করা হয়েছে। রাজবাড়িতে রয়েছে ওয়াটার স্কুটার। ভাংমুনে শুরু করা হবে প্যারাগ্লাইডিং। অন লাইন বুকিং-র সুবিধা সারা বিশ্বের মানুষ পাবে। একটা পর্যটক রাজ হিসাবে স্বীকৃতি পাবে ত্রিপুরা। পর্যটন ক্ষেত্রে নতুন বিনিয়োগ আসবে বলে জানান মন্ত্রী। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে পর্যটক রাজ্যে আসে বলে জানান তিনি। রাজ্যে একটি ডিজিটাল মিউজিয়াম স্থাপন করা হবে। এতে ব্যয় হবে ৪০ কোটি টাকা। ইতিমধ্যেই ১০ কোটি টাকা প্রদান করা হয়েছে। কোন কিছুতেই সরকার পিছিয়ে থাকার চিন্তায় নেই বলে জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। তিনি আরো বলেন সরকার পর্যটনকে কাজে লাগিয়ে রাজ্যের আর্থিক বিকাশের দিকে বিশেষ নজর দিয়ে চলেছে। পাশাপাশি যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেদিকে গুরুত্ব আরোপ করছে সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য