স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : আগরতলা পুর নিগমের সাফাই কর্মী সহ অন্যান্য অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ করা, নিগমের সাফাই কর্মীদের স্থায়ী বেতন মাসে ২০ হাজার টাকা করা, কোন সাফাই কর্মীর আকস্মিক মৃত্যু হলে মৃত কর্মীর পরিবারের এক জনকে সরকারি চাকুরি প্রদান, কোন সাফাই কর্মী কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আহত হলে সেই সাফাই কর্মীর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা সহ মোট ৫ দফা দাবিতে আগরতলা পুর নিগম সাফাই কর্মচারী সংঘের পক্ষ থেকে বুধবার পুর নিগমের মেয়রের নিকট ডেপুটেশান প্রদান করা হয়।
এইদিন নিগমের সাফাই কর্মীরা প্রথমে সিটি সেন্টারস্থিত পুর নিগমের কার্যালয়ের সামনে সমবেত হয়। সেখান থেকে আগরতলা পুর নিগম সাফাই কর্মচারী সংঘের সভাপতি রুপক দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল নিগমের কার্যালয়ে গিয়ে নিগমের মেয়রের নিকট ডেপুটেশান প্রদান করে। পড়ে আগরতলা পুর নিগম সাফাই কর্মচারী সংঘের সভাপতি রুপক দেব সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তাদের দাবি গুলি তুলে ধরেন।