Tuesday, April 16, 2024
বাড়িরাজ্য১০ টি জলের টেঙ্কার উদ্বোধন করেন মেয়র

১০ টি জলের টেঙ্কার উদ্বোধন করেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে এক হাজার লিটার পানীয় জলের দশটি নতুন টেঙ্কারের শুভ উদ্বোধন করা হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সবুজ পতাকা নেড়ে নতুন টেঙ্কারের শুভ উদ্বোধন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, শহরবাসী সুবিধার জন্য আজ থেকে জলের আরো দশটি টেঙ্কার চালু করা হয়েছে।

 বিশেষ করে আগরতলা শহরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠানে পানীয় জলের একটা বড় চাহিদা দেখা যায়। আবার কখনো কখনো পানীয় জল সরবরাহে যদি বিঘ্নিত হয় তাহলে টেঙ্কারের মাধ্যমে পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করা হয়। তাই সেদিকে বিশেষ নজর দিয়ে ১০০০ লিটারের ১০ টি ট্যাংক উদ্বোধন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি এই দিন তিনি বামফ্রন্ট সরকারের সমালোচনা করে বলেন দীর্ঘ ২৫ বছর বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে মাত্র পাঁচটি ট্যাংক শহরবাসীর জন্য রেখেছিল। ফলে সামাজিক অনুষ্ঠানসহ পানীয় জলের অভাব দেখা দিলে মানুষের কাছে সঠিকভাবে জলের টেঙ্কার পৌঁছানো যেত না। তাই সেই সমস্যা নিরসনের জন্য বর্তমান পুর নিগম শহরবাসীর জন্য ১০ টি ব্যাংক চালু করার উদ্যোগ নেয়। এতে পানীয় জলের টেঙ্কার মানুষের কাছে পৌঁছাতে আগামী দিনে কোন সমস্যা হবে না বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য