স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ আগস্ট : ভিলেজ কমিটির নির্বাচনের আগে পাহাড়ের মাটিতে ঘাস ফুলের চাষ করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তাই ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে কমিটি গঠন করে মাটি কামড়ে ধরতে সমস্ত প্রস্তুতি সেরে নিচ্ছে ঘাসফুল শিবির। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এস টি শাখার ৪০ জনের কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হন মলিন জমাতিয়া এবং ৪ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ৭ জন সম্পাদক, ২১ জন কার্যনির্বাহী সদস্য, ৮ জন জেলা সভাপতি পদে নিযুক্ত হয়েছেন। বুধবার আগরতলার প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এস টি শাখা ঘোষণা দেন এস টি শাখার সভাপতি।
তিনি আরো বলেন, আগামী সেপ্টেম্বর মাসে বিভিন্ন কর্মসূচি রয়েছে, আমবাসা থেকে শুরু করে লংতরাইভ্যালি, সুরমা সহ বিভিন্ন স্থানে কর্মসূচি চলবে। এখন জনগণ তৃণমূল কংগ্রেসকে বেছে নিচ্ছে। কমিটির প্রত্যেক সদস্য মানুষের পাশে থাকার জন্য রাস্তায় নেমে কাজ করবেন। তৃণমূল কংগ্রেস আগামীদিনে মানুষের স্বার্থে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যনির্বাহী সদস্য নরেন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দরা।