স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : দাবি আদায়ের নামে কিছু দিন বাদে বাদেই রাস্তা অবরোধের হুমকী দিয়ে সরব হয় আত্ম সমর্পণকারী জঙ্গি দলের সংগঠন গুলির সদস্যরা। সরকারের সাথে আলোচনা করেও তাদের মন ভরেনা। তাই মাঝে মধ্যেই মর্জি মাফিক আন্দোলন কর্মসুচী ঘোষণা করে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায়। এতেই শেষ নয় আন্দোলন কর্মসূচির নামে জন জীবন ব্যহত করার দুরভিসন্ধি রয়েছে একাংশ নেতৃত্বের।
এই অবস্থায় ফের আন্দোলনের ঘোষণা দিল ডিপ্রাইভ রিটার্ন মুভমেন্ট কমিটি ও জয়েন্ট একশন কমিটি। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয় আগামী ১৯ আগস্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য চম্পকনগরের চন্দ্র সাধু পাড়ায় জাতীয় সড়ক অবরোধ করা হবে। ১৬ আগস্টের মধ্যে দাবি পূরণ করার সময় সীমা বেঁধে দেয় তারা। এখন দেখার বিষয় এই নাটক আর কতদূর এগিয়ে যায়।