Thursday, March 28, 2024
বাড়িরাজ্যমানুষের সমস্যার সমাধান করতে পারবে তৃণমূল কংগ্রেস : সুস্মিতা

মানুষের সমস্যার সমাধান করতে পারবে তৃণমূল কংগ্রেস : সুস্মিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : সারা দেশের মতো ত্রিপুরা রাজ্য বেকারত্ব এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী অস্বাভাবিক মূল্য নিয়ে মানুষ চরম অসন্তোষ। মানুষ এই সমস্যাগুলো থেকে যাতে বেরিয়ে আসতে পারে তার জন্য যুব তৃণমূল কংগ্রেসকে বড় ভূমিকা পালন করবে আগামী দিনে। মঙ্গলবার প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন এমনটাই বলেন সাংসদ তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব।

 তিনি বলেন, মঙ্গলবার প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের এক্সিকিউটিভ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাতটি জেলার সভাপতি উপস্থিত ছিলেন। আগামী দিন এই যুব কমিটি দিয়ে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে এদিন আলোচনা হয়। কারণ ত্রিপুরা রাজ্যের শুধু বেকারত্বের সমস্যা নয়, বেকারত্বের সমস্যা সারা দেশে। পার্লামেন্টের অধিবেশনে সবচেয়ে অধিকবার যে ইস্যু তোলা হয়েছে সেটা হল বেকারত্ব এবং জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধি। কিন্তু পার্লামেন্টের অধিবেশনেও এর কোন সদুত্তর ভারতীয় জনতা পার্টির কাছ থেকে পাওয়া যায় নি। এই সরকার ত্রিপুরা রাজ্যের এবং সারাদেশে বর্তমান সমস্যার সমাধান করতে পারবে না বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি মূল্যবৃদ্ধি প্রসঙ্গ টেনে আরো বলেন, যেভাবে জিনিসপত্রের উপর জিএসটি লাগু করে মূল্যবৃদ্ধি করা হচ্ছে তাতে বারবারই স্পষ্ট হচ্ছে বিজেপি জনগণের সরকার নয়। কারণ এই সরকার গরিব এবং সাধারণ মানুষের কথা চিন্তা না করে পেট্রোল, ডিজেল রান্নার গ্যাস সহ নৃত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি করে চলেছে। তাই এর থেকে পরিত্রান দিতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। আর এক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে যুব তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে তারা মানুষের কাছে যাবে। মানুষের কথা শুনে আন্দোলন গড়ে তুলবে বলে জানান তিনি। এদিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য