Monday, March 17, 2025
বাড়িরাজ্যপ্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায়ের স্মরণ সভা

প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায়ের স্মরণ সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : ড. ব্রজগোপাল রায় বিরল একটি ব্যক্তিত্ব ও চরিত্র। কারণ তিনি এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যাতে সমাজে মানুষকে মানুষ হিসেবে গণ্য করা হয়। তাই এর থেকে কিছু আহরণ করলে যুবশক্তির মতাদর্শ, শ্রেণী সংগ্রাম এবং রাজনৈতিকভাবে বিকাশ হবে বলে প্রয়াত প্রাক্তন মন্ত্রী ড. ব্রজগোপাল রায়ের স্মরণ সভা অভিমত ব্যক্ত করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সারা ভারত ফরোয়ার্ড ব্লক রাজ্য কমিটি উদ্যোগে অনুষ্ঠিত হয় এই স্মরণ সভা।

স্মরণসভায় প্রাক্তন মন্ত্রী ব্রজগোপাল রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সমস্ত নেতৃবৃন্দ। অসাধারণ চরিত্রের মানুষ ছিলেন ব্রজগোপাল রায়। তার অফুরন্ত কাজগুলি করে বড় দায়িত্ব পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা মানিক সরকার। শ্রী সরকার আরো বলেন, ব্রজগোপাল রায় প্রকৃত অর্থে একজন শিক্ষক ছিলেন। তাঁর সান্নিধ্যে যারা এসেছিলেন তারাই জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে প্রথম সারির হয়ে কাজ করেছেন বলে জানান তিনি। ব্রজগোপাল রায়ের বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিন আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটি সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ব্রজগোপাল রায়ের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বর্তমান সরকারে সমালোচনা করেন। তিনি বলেন বর্তমান সরকার যেভাবে সমাজকে কুলষিত করে চলেছে, তখন সকলকে সুসংগত করে ব্রজগোপাল রায়ের আদর্শ ছড়িয়ে দিতে হবে। তিনি শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন। মন্ত্রিত্ব থাকাকালীন সময়ে এবং তার পরেও বামফ্রন্ট সরকারের আমলে তিনি শিক্ষার প্রসার ঘটানোর জন্য প্রথম সারিতে থেকে দায়িত্ব পালন করেছেন। আগামী দিনে ব্রজগোপাল রায়ের আদর্শ সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলকে সঙ্ঘবদ্ধ হতে হবে বলে অভিমত ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী। আয়োজিত স্মরণ সভায় এদিন এছাড়া উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য