স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের মূল দাবি ছিল তিনটি কালো কৃষি আইন ও বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিল করা এবং কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্যের আইনসিদ্ধ করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষকদের কাছে ক্ষমা চেয়ে সমস্ত দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু আন্দোলন প্রত্যাহার করার পর তিনটি কৃষি আইন বাতিল করা হলেও, বাকি দাবিগুলি পূরণ করেনি সরকার। এমনটাই অভিযোগ তুলে অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠন প্রতিবাদে সামিল হয়েছে। মঙ্গলবার সকালে এ আই কে কে এম এস -এর রাজ্য কমিটির উদ্যোগে দক্ষিণ বাধারঘাটে এক বিক্ষোভ সভা সংগঠিত করা হয়। সভায় রাজ্য সম্পাদক সুব্রত চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিদ্যুৎ বিল আইনে পরিণত হলে বিদ্যুৎ আরো মহার্ঘ হবে। তাই বিদ্যুৎ বিলকে প্রতিহত করতে হবে। কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে কৃষক শ্রমিক সহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে এগিয়ে আসতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিন বিক্ষোভের পর বিদ্যুৎ বিলের প্রতিলিপি পুড়ানো হয়।