স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : ৯ আগস্ট ভারতছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন গান্ধীজি। এর অঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দিনটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয়। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গান্ধীজী, সুভাষচন্দ্র বসু এবং জহরলাল নেহেরু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে গান্ধী ঘাট স্থিত শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়। তিনি বলেন, ১৯৪২ সাড়ে ৯ আগস্ট ইংরেজ ভারত ছাড়ার ডাক দিয়েছিলেন গান্ধীজি। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ ইংরেজদের দালাল হয়ে কাজ করেছিল। তখন ভারত ছাড়ো আন্দোলন অসহযোগ আন্দোলনের মাধ্যমে শুরু হয়। যার মধ্য দিয়ে ১৯৪৭ সালে ১৫ আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশবাসী ও কংগ্রেসের জন্য স্মরণীয় দিন। তাই জাতীয় কংগ্রেসের আহ্বান ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেস দিনটিকে অত্যন্ত তাৎপর্যের সাথে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফ্রাং, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।