Friday, March 29, 2024
বাড়িরাজ্যকর্মসংস্থানের দাবিতে বাম যুবদের মিছিল

কর্মসংস্থানের দাবিতে বাম যুবদের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ আগস্ট : রেগা ও টুয়েপ দুর্নীতি বন্ধ করে ২০০ দিনের কাজ ও মজুরি বৃদ্ধি করা, টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ করা, চাকরিচ্যুত ১০,৩২৩ -এর স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ সাত দফা দাবিতে মঙ্গলবার সকালে রাজধানীর আড়ালিয়া পঞ্চবটি বাজারে বাম যুবদের বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। বিক্ষোভ মিছিলের উদ্যোক্তা ডি ওয়াই এফ আই আড়ালিয়া অঞ্চল কমিটি।

এদিন মিছিলে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সম্পাদক নাবারুণ দে। তিনি বলেন হোয়ার ইজ মাই জবের অঙ্গ হিসেবে এদিনের বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নিয়োগের দরজা বন্ধ করে দিয়েছে। বরং যুব সমাজকে নেশার দিকে ঠেলে দিতে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুতরাং একদিকে যেমন নতুন প্রজন্মকে ধ্বংস করে দেওয়া, অপরদিকে নিয়োগ দরজা বন্ধ করে দেওয়ার মতো কাজ করেছে সরকার। তাই যুব সমাজের ভবিষ্যৎ আলোর দিকে নিয়ে যেতে এবং নিয়োগের দরজা খুলে দিতে বিজেপি সরকার উৎখাত করার আহ্বান জানান শ্রী দে। তিনি বলেন এ সরকারকে উৎখাত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এদিন মিছিলটি আড়ালিয়া বাজার থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য