Monday, March 17, 2025
বাড়িরাজ্যইতিহাস পাল্টে দিতে চাইছে বিজেপি সরকার : মানিক

ইতিহাস পাল্টে দিতে চাইছে বিজেপি সরকার : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : স্বাধীনতা আন্দোলনে বিজেপির কোনো ভূমিকা ছিল না। এখন নতুন করে ইতিহাস রচনা করতে চাইছে বলে ছাত্র যুবক ভবনে আয়োজিত রক্তদান শিবিরে বিজেপি’কে কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা মানিক সরকার। সোমবার এস এফ আই এবং ডি ওয়াই এফ আই রামনগর লোকাল কমিটির উদ্যোগে ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজকের দিনটা ঐতিহাসিক দিন। এদিন ১৯৪২ সালে ৮ আগস্ট মুম্বাইতে বৈঠক চলছিল। সেখানে বক্তৃতা করতে গিয়ে গান্ধীজী বললেন ব্রিটিশদের ভারতে থাকার আর কোন অধিকার নেই। ব্রিটিশদের ভারত ছাড়তে হবে। এবং স্লোগান ছিল ডু অর ডাই।

 অর্থাৎ এদিন থেকেই কংগ্রেস দল ঘোষণা করলেন ব্রিটিশ ভারত ছাড়ো। ৯ আগস্ট সারাদেশে আইন অমান্য আন্দোলন হয়। আজ সেই ইতিহাস এখন বিজেপি পাল্টে দিতে চাইছে। এদিকে পুণ্য স্বাধীনতার জন্য কমিউনিস্টরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং এমনেতেই স্বাধীনতা আসে নি। কৃষক শ্রমিক এবং যুবকদের চাপে পড়ে এই স্বাধীনতার আন্দোলন গড়ে উঠেছিল বলে জানান তিনি। তাই আজকের দিনেও এই স্বাধীনতার আন্দোলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন আবার নতুন করে দেশে স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি চলছে। বর্তমানে যাদের হাতে দেশ গেছে স্বাধীনতা আন্দোলনে তাদের কোন ভূমিকা ছিল না। তারা বিশ্বাসঘাতকতা করেছিল তখন। ব্রিটিশকে সাহায্য করেছিল তারা। এবং আজ যা বলছে হর ঘর তেরেঙ্গা, তা কিভাবে বলছে তা বুঝে উঠতে পারছে না দেশবাসী, কারণ তারা তো জাতীয় পতাকা স্বীকার করে নি। ২০০০ সালে কেন্দ্রে সরকার হয়ে বিজেপি প্রথম জাতীয় পতাকা তুলতে শুরু করেছে। আর এখন বলছে ঘরে ঘরে পতাকা লাগানোর জন্য। এবং জাতীয় পতাকা না বলে তারা তেরেঙ্গা বলছে। এর পেছনেও একটি উদ্দেশ্য লুকায়িত আছে বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা মানিক সরকার। আসলে এ ধরনের লুকায়িত করার মূল উদ্দেশ্য হলো তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাই ইতিহাস নতুন করে রচিয়তা করতে চাইছে। পাশাপাশি রক্তদান শিবিরে এদিন পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য