স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছেন। একই সঙ্গে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের নাম্বার সংযুক্তি করনের নির্দেশ জারি করেছে। সেই মোতাবকে গত ১ আগস্ট থেকে শুরু হয়েছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তি করণ পক্রিয়া। বাড়ি বাড়ি যাচ্ছেন বি এল ও -রা। তারা তথ্য সংগ্রহ করেছেন।
সোমবার পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে অবগত করেন জেলা নির্বাচনী আধিকারিক দেবপ্রিয় বর্ধন। ভারতের নির্বাচন কমিশনের সুপারিশে, ভারত সরকারের আইন ও বিচার মন্ত্রণালয় কর্তৃক ভারতের জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এবং ১৯৫১ সংশোধন করা হয়েছে। সেই মোতাবেক ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নাম্বার সংযুক্ত করা হচ্ছে বলে জানান তিনি। কেউ আধার কার্ডের নাম্বার না দিলে পরবর্তী নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন থেকে বছরে চার বার ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি। স্বচ্ছ ভোটার তালিকা বের করার ক্ষেত্রে এই পদক্ষেপ আরও সাহায়ক হবে বলেও জানান জেলা নির্বাচনী আধিকারিক দেবপ্রিয় বর্ধন। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ইলেকশন অফিসার রাজীব দত্ত সহ অন্যান্যরা।