স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ সেপ্টেম্বর : ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চৌমুহনী বাজার হাতিলেটা রেল ব্রীজ সংলগ্ন এলাকায় মাটি বোঝাই লরির জন্য রাস্তার চরম বেহাল দশা। প্রতিবাদে মাটি বুঝাই লরি আটকে স্থানীয় এলাকাবাসীদের বিক্ষোভ প্রদর্শন করেন।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল ছিল। গত কিছুদিন ধরে এফসিআই একর এর জায়গা থেকে সঞ্জয় দেব এবং প্রসেনজিৎ নামে দুই যুবক অবৈধভাবে মাটি বিক্রি করার কাজ শুরু করে। প্রতিদিন লরি বুঝাই করে মাটি অন্যত্র নিয়ে যাওয়ার ফলে ওই এলাকার রাস্তা চরম বেহাল অবস্থায় পরিণত হয়। স্থানীয় এলাকাবাসীরা একাধিকবার সঞ্জয় দেব এবং প্রসেনজিৎকে মাটি নিতে বারণ করলেও অর্থের লালসার ফলে এলাকাবাসীদের বাধা অতিক্রম করে প্রতিনিয়তই লরি বুঝাই করে মাটি নিয়ে যায়। যার ফলে এলাকার রাস্তা দিন দিন খারাপ হতে থাকে। যার ফলে সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসীরা বিক্ষুব্ধ হয়ে মাটি বুঝাই লরি গুলি এলাকায় আটকে রাখে। স্থানীয় এলাকাবাসীদের দাবি মাটি বুঝাই লরি চলাচলের ফলে তাদের এলাকার রাস্তাঘাট গুলি যেভাবে নষ্ট হয়েছে সেগুলি পুনঃ সংস্কার করে দিতে হবে।
অন্যথায় তারা মাটি বুঝায় লরি গুলি ছাড়বে না। বিক্ষুব্ধ এলাকাবাসীদের আরো দাবি তাদের এলাকা দিয়ে এভাবে মাটি নিয়ে যেতে দেওয়া হবে না। এমনকি রাস্তার এই বেহাল অবস্থার কারণে জরুরি পরিষেবার কোন গাড়ি, এমনকি ছোট বড় কোন গাড়ি যেতে পারছে না। রাস্তায় বড় বড় গর্ত হয়ে তাতে কাঁদা জমে রয়েছে। যার ফলে কোন গাড়ি এই রাস্তা দিয়ে আসলেই আটকা পড়ছে। এমনকি দুর্ঘটনার কবলেও পড়ছে। তবে বিক্ষুব্ধ এলাকাবাসীরা তাদের এলাকার রাস্তার এই বেহাল অবস্থার জন্য দায়ী করছে সঞ্জয় দেব এবং প্রসেনজিৎ নামে দুই যুবককে। এই ব্যাপারে স্থানীয় এলাকাবাসীরা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় মাটি বুঝায় লরি আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করছে।

