Tuesday, November 18, 2025
বাড়িরাজ্যবিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ

বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ সেপ্টেম্বর : ত্রিপুরা বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীরা দীর্ঘদিন ধরে বেসরকারি একটি সংস্থার অধীনে কাজ করে চলেছে। অথচ বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে আসছেন তারা। সোমবার তারা পাঁচ দফা দাবিতে টাউন হলের সামনে থেকে একটি মিছিল করে বিদ্যুৎ দপ্তরের এমডি-র কাছে যান।

এমডির কাছে ডেপুটেশন প্রদান করে পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবি মূলত, সুপ্রিম কোর্টের রায় মোতাবেক আউটসোর্সিং প্রথা বাতিল করে, বিদ্যুৎ নিগমের অধীনে সরাসরি তাদের নিয়মিত কর্মী হিসেবে নিয়োগ করা, প্রত্যেক মাসে মাসে তাদের নিয়মিত বেতন প্রদান করা, সম কাজে সম বেতন প্রদান করা। একই সাথে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হলো ইপিএফ ও ইএসআই  এবং মেডিকেল ছুটি প্রদান করতে হবে। নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে এই দাবিগুলি পূরণ করার দাবি জানায় তারা। নাহলে আগামী দিন তারা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য