Monday, March 17, 2025
বাড়িরাজ্যপেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার দাবিতে যুব কংগ্রেসের...

পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার দাবিতে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলো কংগ্রেস। বড়দোয়ালি ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে সোমবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফ্রাং। তিনি বলেন পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে।

সমস্ত কিছুর মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আপামর জনগণ রান্নার গ্যাস সহ বিভিন্ন সামগ্রী বাজার থেকে কিনতে পারছে না। তাই এই মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে দেশের যুবকদের এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে এদিন মিথ্যাচার বলে সমালোচনা করে জানান, কংগ্রেস যখন ২০১৪ সালে ক্ষমতায় ছিল তখন রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য ছিল মাত্র চার শতাধিক টাকা। তখন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মাথায় সিলিন্ডার নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিল, আর যখন মানুষ তাদের বিশ্বাস করে ভোট দিয়েছে তখন রান্নার রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য ১৩০০ টাকা করে দিয়েছে। খাদ্য দ্রব্যে মধ্যে জি এস টি লাগু করে দিয়েছে। জিনিসপত্রের দাম লাগামহীন দাবি বৃদ্ধি পাচ্ছে। তাই সারা দেশব্যাপী যুব কংগ্রেস আন্দোলনে নামার ঘোষণা করেছে। এরই অঙ্গ হিসেবে যুব কংগ্রেস আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। এদিন শহরে মিছিল সংঘটিত করে বাইক আগুন দিয়ে পুড়ে প্রতিবাদে শামিল হয় যুব কংগ্রেস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য