স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : ভারতের ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরণী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে সারা দেশ জুড়ে শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও কর্মসূচি সংগঠিত করার। এর অঙ্গ হিসেবে ছাত্রদের নিয়ে মিছিল সংঘটিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার নাম দেওয়া হয়েছে মার্চ ফর এডুকেশন। গত ১ আগস্ট থেকে সারাদেশে এই কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১২ আগস্ট আগরতলা থেকে উত্তর পূর্ব ভারতে সূচনা হবে কর্মসূচির। এদিন আগরতলার প্যারাডাইস চৌমুহনিতে ছাত্ররা জমায়েত হয়ে মিছিল সংঘটিত করবে। মিছিলের পর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় সমাবেশ সংগঠিত করা হবে। সোমবার ছাত্র যুবক ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান বি ওয়াই এফ আই রাজ্য কমিটি সভাপতি সন্দীপন দেব।
সমাবেশে বক্তব্য রাখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও এবং দেশ বাঁচাও যে দাবি তোলা হবে, সেই দাবির সাথে ত্রিপুরার আরো ৬ টি দাবি যুক্ত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা, শিক্ষা বেসরকারিকরণ করার পরিকল্পনার প্রত্যাহার করা, বিদ্যাজ্যোতি নামে শিক্ষার বৈষম্য বন্ধ করা। ১৩ আগস্ট কুমারঘাটেও ছাত্রদের নিয়ে একটি কর্মসূচি সংঘটিত করা হবে। এর মূল উদ্দেশ্য হলো সরকারের ছাত্র বিরোধী এবং সংবিধান বিরোধী যে মনোভাব, এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা বলে জানান তিনি।