স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : ২০১৮ রাজ্যে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে যাদের আশা কর্মীদের জন্য অনেক কাজ করার কথা ছিল। কিন্তু সাড়ে চার বছরে কোন কাজ করেনি। এমন কি আশা কর্মীদের আত্মমর্যাদা উপর আঘাতে এনেছে এ সরকার। রাজ্যের সাড়ে চার বছরে আশা কর্মীরা শুধু বঞ্চনার শিকার হয়েছেন। রবিবার সি আই টি ইউ রাজ্য দপ্তরে ত্রিপুরা আশা ওয়ার্কার্স ইউনিয়নের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য রেখে এমনটাই বললেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে।
তিনি এদিন সরকারের সমালোচনা করে আরো বলেন এ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে আশা কর্মীরা ছাটাই হয়েছেন তারা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলে আইনের আশ্রয় নেওয়ার জন্য। তাহলে ন্যায্য অধিকার ফিরে পাবে চাকরি হারানো আশা কর্মীরা বলে অভিমত ব্যক্ত করেন শ্রী দে। এই সরকার যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে মানুষের সাংবিধানিক অধিকার এবং মর্যাদা কিছুই নেই। মন্ডল স্তরের নেতা থেকে শুরু করে শীর্ষ স্তরের নেতাদের আচার-আচরণ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে মনে হয় যেন জমিদারের অধীনে প্রজারা বসবাস করছে। ভারতবর্ষ যে গণতান্ত্রিক দেশ তা ভুলে যেতে বসেছে বিজেপি’র সরকার। মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে পারছে না। তারা যা বলে সেটাই শেষ কথা। কারণ যেদিন থেকে এ সরকারটা দেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেদিন থেকে চারিদিকে শুধু লুটপাট হচ্ছে। মানুষের বাঁচার মতো কোনো রাস্তা নেই। তাই এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা ছাড়া আর কোন রাস্তা নেই। কারণ স্বাধীনতার পঁচাত্তর বছরে যে সমস্ত অধিকার দেশবাসীর ভোগ করার কথা ছিল, সেগুলি ভোগ করতে পারছে না এই সরকারের কারণে বলে অভিযোগ তুলেন তিনি। আয়োজিত সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।