Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যসংক্রমিত ৭৪, মৃত্যু ১

সংক্রমিত ৭৪, মৃত্যু ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : রাজ্যে দৈনিক করোনায় মৃত্যুর পরিসংখ্যান পতনের নাম নেই। গত ২৪ ঘন্টায় মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। ১৬৪২ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। ২৪ ঘন্টায় সংক্রমণের দিকে শীর্ষ স্হানে দক্ষিণ জেলা।

পশ্চিম জেলায় সংক্রমিত ৫ জন, সিপাহীজেলা জেলায় সংক্রমিত ৩ জন, খোয়াই জেলায় সংক্রমিত ৪ জন, গোমতী জেলায় সংক্রমিত ১৩ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত ১৮ জন, ধলাই জালায় সংক্রমিত ৮ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত ১৫ জন, উত্তর জেলায় সংক্রমিত ৮ জন। সংক্রমনের হার ৪.৫১ শতাংশ বলে স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যায়। সুস্থতার হার অনেকটাই কমেছে। নতুন করে সুস্থ হয়েছে মাত্র ২১০ জন। সংক্রমণ প্রতিদিন যেভাবে লাফিয়ে বাড়ছে তাতে উদ্বিগ্ন স্বাস্থ্য প্রশাসন। এদিকে গত তিনদিনে ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মৃত্যুর মিছিল রুখতে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭৮০ জন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য