স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : বর্তমান জোট সরকারের আমলে আবারো দুর্বৃত্তদের আক্রমণের শিকার এক কৃষক পরিবার। শনিবার রাতে সূর্যমনি নগর বিধানসভার অন্তর্গত ঈশান চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের মনতলির ৭ নং ওয়ার্ডের বাসিন্দা দীনেশ চন্দ্র সরকারের বাড়িতে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে পরিবারের মহিলা সহ মোট পাঁচজন আহত হয়। রক্ষা পায়নি বাড়ির শিশু পর্যন্ত।
এদিন দীনেশ চন্দ্র সরকারের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল ঠিক তখনই ২০ থেকে ২৫ জনের একটি দুষ্কৃতিকারী দল দীনেশ চন্দ্র সরকারের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর করে জিনিস পত্র, গাড়ি এবং মারধর শুরু করে বাড়ির লোকজনদের। শেষ পর্যন্ত দীনেশ চন্দ্র সরকার লাঠি নিয়ে তাড়া করলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত হয় পাঁচজন। আহতদের চিৎকার শুনে আশেপাশে লোকজন ছুটে আসে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় আমতলির থানার পুলিশ। কিন্তু আক্রান্ত পরিবার ভয়ে পুলিশের কাছে কোন মামলা দায়ের করেনি। বাড়ির দীনেশ চন্দ্র সরকার আরো অভিযোগ জানান সারা রাজ্যে এই ধরনের অরাজকতা চলছে। থানায় বিচার চাইলে বিচার পাওয়া যায় না। আইনশৃঙ্খলার চরম অবনতি তা স্পষ্ট করে না বললেও শাসক দলের ইন্ধনে এদিনের ঘটনা ঘটেছে, তা আকার ইঙ্গিতে তীর ছুড়লেন তিনি। এদিন তিনি আরো বলেন যারা এ আক্রমণ সংঘটিত করেছে তারা এলাকার দুর্বৃত্ত বলে পরিচিত। নাম উল্লেখ করে কিছু বললে পাল্টা আক্রমণ সংঘটিত করবে। তাহলে প্রশ্ন হচ্ছে মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকারের আমলে। মানুষ পুলিশের উপর থেকেও আস্থা হারিয়ে ফেলছে। নিরাপত্তাহীনতায় ভুগছে দীনেশ চন্দ্র সরকারের পরিবার। ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।