স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : টেট উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগের দাবিতে রাস্তায় নামল যুবক যুবতীরা। তাদের অভিযোগ তারা সকলে টেট উত্তীর্ণ হয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ বেকার বসে আছে, এবং এদিকে বিভিন্ন স্কুলে শিক্ষক সংকট চরমে উঠেছে। পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা দাবিতে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে। তারপরও সরকার টেট উত্তীর্ণ প্রায় সাড়ে তিন হাজার যুবক যুবতীকে একসাথে নিয়োগের কোন উদ্যোগ গ্রহণ করছে না। এ বিষয়ে বহুবার শিক্ষা দপ্তর এবং দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ রাজ্যে বিভিন্ন মন্ত্রী দারস্ত হলেও কোন হেলদোল নেই সরকারের।
শিক্ষামন্ত্রী বলেছিলেন দুর্গাপূজার আগেই টেট উত্তীর্ণ সমস্ত যুবক যুবতীদের একসাথে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে। কিন্তু দেখা গেছে সরকার টি আর বি টি -কে ৫৭৬ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করার জন্য নির্ধারিত করে দেয়। তাহলে ইতিমধ্যে বাকিদের নিয়োগ করা হচ্ছে না। কিন্তু শিক্ষামন্ত্রী সংবাদমাধ্যমের সামনে এসে এক কথা বলছেন, টেট উত্তীর্ণ যুবক-যুবতীদের সাথে অন্য কথা বলছেন। তাই দপ্তরের আধিকারিকদের কাছে গিয়ে স্পষ্টিকরণ চাওয়া হয় এদিন। দাবি জানানো হয় সকলকে যাতে আসন্ন শারদোৎসবের আগে একসাথে নিয়োগ করার ব্যবস্থা গ্রহণ করা হয়, কারণ দুর্গাপূজার পর ভিলেজ কমিটির নির্বাচন এবং তারপরে বিধানসভার নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হতে পারে বলে ধোঁয়াশা দেখছে টেট উত্তীর্ণ যুবক যুবতীরা। তাই ইতিমধ্যেই সরকারকে উদ্যোগ নিতে দাবি জানানো হয়। না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিন বিক্ষোভ মিছিলটি রাজধানীর সিটি সেন্টার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা দপ্তরে যায়। শিক্ষা দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখা টেট উত্তীর্ণকারীরা। সেখানে দপ্তরে আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করেন টেট উত্তীর্ণদের এক প্রতিনিধি দল।