স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : মাঝে দিন দুয়েক রাজ্যে দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যায় খানিক স্বস্তি মিলেছিল। কিন্তু শুক্রবার ফের করোনা মৃত্যুর সংখ্যা উদ্বেগ সৃষ্টি করেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরো দুইজনের। গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য দপ্তরের বুলিটিন অনুযায়ী করোনায় সংক্রমিত হয়েছে আরো ১০৯ জন। পশ্চিম জেলায় সংক্রামিত ১৯ জন, সিপাহীজলা জেলাতে সংক্রমিত ৩ জন, খোয়াই জেলায় সংক্রমিত ৫ জন, গোমতী জেলায় সংক্রমিত ২২ জন, দক্ষিণ জেলার সংক্রমিত ২৩ জন, ধলাই জেলায় সংক্রমিত ১৩ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত ১০ জন, উত্তর জেলায় সংক্রমিত ১৪ জন। রাজ্যে সংক্রমণের হার ৬.২১ শতাংশ।
সক্রিয় রোগীর সংখ্যা ১,০৩৫ জন। নতুন করে সুস্থ হয়েছে ২৮২ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়ায় ৯৮.১০ শতাংশ। কিন্তু এখন পর্যন্ত মানুষের মধ্যে অসচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে তাতে উদ্বেগ রয়ে গেছে বলে মনে করছে অভিজ্ঞমহল। এদিকে গত ২৪ ঘণ্টাতে কোভিডের দৈনিক সংক্রমণের রেখচিত্রে কোনও হেরফের দেখা যায়নি। এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫১ জন। ফলে দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৪৮৮ জন। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৫ হাজার ৩৬৪ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩১ শতাংশ।স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৭০ জন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৬০০। বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। এখনও চিন্তায় রাখছে করোনা পরিসংখ্যান।