স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ সেপ্টেম্বর : বিনা মেঘে বজ্রপাত। আগামী কয়েক মাসের মধ্যে টি টি এ এ ডি সি এলাকার বাইরে অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতে কোনরকম নির্বাচন না থাকলেও যোগদান অব্যাহত রয়েছে। শনিবার ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ৫০ জন যুবক সিপিআইএম এবং ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে কংগ্রেসের যোগদান করেছে।
প্রদেশ কংগ্রেস ভবনে তারা এসে যোগ দিয়েছে কংগ্রেসে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং প্রদেশ যুবক কংগ্রেস সভাপতি নীলকমল সাহা তাদের হাতে দলীয় পতাকার তুলে দিয়ে দলে স্বাগত জানান। আগামী দিন তারা দলের হয়ে জনগণের স্বার্থে কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি। আয়োজিত যোগদান শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন বাধারঘাট ব্লক কংগ্রেস সভাপতি। উনার নেতৃত্বে সিপিআইএম এবং বিজেপি ছেড়েছেন ৫০ জন যুবক।

