Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যবিদ্যুৎপৃষ্ট হয়ে হতাহত ১২

বিদ্যুৎপৃষ্ট হয়ে হতাহত ১২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : ভয়াবহ ঘটনার সাক্ষী রইল চড়িলাম বড়জলা পালপাড়ার মানুষ। শুক্রবার দুপুরে আত্মনাদে ভারী হয়ে উঠে এলাকায় আকাশ বাতাস। ১৩ হাজার ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে পড়ে বাড়ির উপর। মৃত্যু হয় সুভাষ পাল নামে এক ব্যক্তির। গুরুতর আহত ১১ জন। ৯ জনকে রেফার করা হয় জিবি হাসপাতালে। ঘটনা চড়িলাম বড়জলা পালপাড়া এলাকায়। জানা যায়, চড়িলাম বড়জলা পাল পাড়ায় বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে সুভাষ পালের বাড়ির ঘরের উপর। সাথে সাথেই সুভাষ পাল সহ পরিবারের ১২ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। শুরু হয় চিৎকার। ছুটে আসে আশেপাশে মানুষজন।

খবর দেওয়া হয় বিদ্যুৎ কর্মী এবং দমকল কর্মীদের। বিদ্যুৎ শাটডাউন করে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সুভাষ পালকে মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশি পরিবারের একজন নববধূ রিতা পালও বিদ্যুৎস্পৃষ্ট হন। গত বৃহস্পতিবার রিতা পালের বিয়ে হয়েছে। আজ শুক্রবার এই ঘটনা। গৃহবধু ঘটনার সময় সুভাষ পালের বাড়িতে ছিলেন। এই ঘটনায় গ্রাম জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যায়। সুভাষ পালের বাড়ির ৯ জন এই ঘটনার শিকার হন। বাকী তিনজন আশপাশে এলাকার। এলাকাবাসীর অভিযোগ কিছুদিন পরপর তাদের এলাকার বিদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগে যায়। আজও বিদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগার পর বিদ্যুতিক চারটি ছিড়ে সুভাষ পালের বাড়িতে পড়ে। আর এতে এই অঘটন ঘটে বলে জানান গ্রামবাসী। ঘটনাস্থলে ছুটে আসেন বিশালগড় মহকুমার শাসক। তিনি জানান এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সরকারিভাবে তাদের আপাতত চিকিৎসা পরিষেবা দেওয়া হয় বলে জানান তিনি। স্থানীয় আরো অভিযোগ বিদ্যুৎ দপ্তরে গাফিলতিতে এই দিনের ঘটনা সাক্ষী রয়েছে গোটা গ্রাম। এখন এর দায়ভার কে নেবে তা নিয়ে প্রশ্ন তুলে গ্রামবাসী। এমনকি এদিন ঘটনার পর কোন বিদ্যুৎ কর্মী গ্রামের ছুটে আসেনি বলে অভিযোগ গ্রামবাসীর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য