স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগমের বিরুদ্ধে আওয়াজ তুলল প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেস। পানীয় জল, রাস্তাঘাট সংস্কার, বিদ্যুতের সমস্যার নিরসন, ড্রেইন পরিষ্কার করা সহ সাত দফা দাবিতে শুক্রবার তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা আগরতলা পুর নিগমের সেন্টার জোনের সামনে বিক্ষোভ দেখায়। এদিন বিক্ষোভের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর পান্না দেব।
তিনি এদিন বর্তমান পরিচালিত পুর নিগমের বিরুদ্ধে সমালোচনা করে বলেন, পুর নিগম বাসীর পানীয় জলের অভাব, বিদ্যুতের সমস্যা, মশার উপদ্রব সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাই বিক্ষোভের পর ডেপুটেশন প্রদান করা হয়। আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট মিনিসিপাল কমিশনার অনুপম চক্রবর্তীর কাছে ডেপুটেশন প্রদান করে সাত দফা দাবি সনদ তুলে দেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন দাবিগুলি পূরণ করার। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি যেন তিনি। এদিন বিক্ষোভ স্হলে এছাড়া উপস্থিত ছিলেন নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।