Saturday, March 22, 2025
বাড়িরাজ্যশ্রমিক পরিবারের আর্থিক সহযোগিতার দাবি জানাল সি আই টি ইউ

শ্রমিক পরিবারের আর্থিক সহযোগিতার দাবি জানাল সি আই টি ইউ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : শ্রমিকদের অধিকার খর্ব করে অরাজক পরিস্থিতি রাজ্যে তৈরি করেছে সরকার। যান চলাচল স্তব্ধ হয়ে পড়ার মতো অবস্থা। বিলোনিয়া থেকে গাড়ি আসার সময় গোমতি জেলায় দুর্বৃত্তদের দ্বারা বাধার মুখোমুখি হচ্ছে। রাস্তার মাঝে নামিয়ে দিচ্ছে যাত্রীদের।

আর এর মধ্যে যারা আক্রান্ত করছে এবং আক্রান্তের শিকার হচ্ছে উভয় পক্ষই শাসক দলের।  আর এই ক্ষতি মুখোমুখি হচ্ছে সাধারণ মানুষ। শাসক দলের সংগঠনের এ ধরনের গোষ্ঠী কোন্দলের জন্য সি আই টি ইউ পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হচ্ছে। শুক্রবার সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন সি আই টি ইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। তিনি আরো বলেন সম্প্রতি সাব্রুমে সেফটি ট্যাংকে কাজ করার সময় তিনজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে সাব্রুমেই বিদ্যুতের সংস্পর্শে এসে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারপর তিন শ্রমিকের পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য দাবি জানানো হয়েছিল। কুড়ি দিন অতিক্রান্ত হয়ে গেল তিন শ্রমিকের পরিবার আর্থিক সহযোগিতা পায়নি। তাই সরকারের কাছে দাবি জানানো হচ্ছে মৃত ছয়টি পরিবারের যেন আর্থিক সহযোগিতার পাশাপাশি পরিবারের একজনের রোজগারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বলে জানান তিনি। পাশাপাশি শাসক দলের দুটি সংগঠন ভারতীয় মজদুর সংঘ এবং বিবেকানন্দ বিচার মঞ্চে বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তাদের গোষ্ঠী কোন্দলের প্রভাব জনগণের উপর পড়তে শুরু করেছে। তাই এর বিরুদ্ধে রাজ্যের মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানান শ্রী দত্ত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য