স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : রাস্তায় স্লেব সরানোকে কেন্দ্র করে শাসক দলের দুর্বৃত্তদের মারধরে গুরুতর আহত চার মহিলা। ঘটনা বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বনকুমারী রবীন্দ্রনাথ সংঘ এলাকায়। আক্রান্ত রাজীব দাসের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাজীব দাসের পিতার ছাদ্মানুষ্ঠান ছিল। এদিন অনুষ্ঠান থেকে ফেরার সময় পাশের বাড়ি রাজেশ দাসের স্লেবের রড দিয়ে ক্ষতি হয় রাজীব দাসের বোনের জামাইয়ের বাইক। তারপর দুই পরিবারের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়।
রাত আটার নাগাদ পাশের বাড়ি রাজেশ দাস এবং বিজয় দাস ও উদয় দাস কাঠাতলি এলাকার শাসকদলের অপু দাস, দিবাকর দাস এবং নিপু দাস সহ কিছু দুর্বৃত্তকে নিয়ে এসে বাড়ির মহিলাদের মারধর করে। বাড়ি প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দেয়। দুর্বৃত্তদের মারে গুরুতর আহত হয় বাড়ির চার মহিলা। দুর্বৃত্তদের হাত থেকে এদিন রক্ষা পায়নি বাড়ির গর্ভবতী মহিলাও। আহত মহিলাদের চিৎকার শুনে ছুটে আসে আশপাশের মানুষজন। পরবর্তী সময় খবর দেওয়া হয় আমতলী থানা পুলিশকে। আমতলী থানার পুলিশ ঘটনার স্থলে ছুটে আসলেও মামলা নিতে অনিহা প্রকাশ করে। পুলিশ শাসক দলের চাপে পড়ে মামলা নিতে চাইছে না বলে ধারণা আক্রান্ত পরিবারের। আক্রান্ত পরিবারের দাবি অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করার জন্য। কিন্তু যেখানে পুলিশ মামলাই নিতে চাইছে না সেখানে আর শাস্তি দুঃস্বপ্ন হয়ে পড়েছে অসহায় পরিবারের। অসহায় পরিবার আতঙ্কে ভুগছে। কারন এই দিন রাতের বেলা যেসব দুর্বৃত্তরা এসে আক্রমণ সংগঠিত করেছে তারা এলাকায় সমাজদ্রোহী বলে পরিচিত। পুলিশ যদি ইতিবাচক ভূমিকা গ্রহণ না করে তাহলে আগামী দিনে কোন ঘটনা সংঘটিত হলে এর দায়ী কে হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।