স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : গাছ না থাকলে প্রাণ এবং জলের অস্তিত্ব থাকবে না। তাই প্রতিনিয়ত বৃক্ষরোপণ করতে সকলকে বড় ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার অরুন্ধতী নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বনমহোৎসবের উদ্বোধন করে এ কথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন বায়ুমণ্ডলে যেভাবে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে তাতে সকলে উদ্বিগ্ন। তাই অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইড উভয়ের সমতা বজায় রাখতে বৃক্ষরোপণ জরুরি।
এ বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে শিক্ষক-শিক্ষিকারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আর বৃক্ষরোপণ করলেই শুধু চলবে না, গাছের পরিচর্যাও করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী শ্রী সাহা। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কাউন্সিলর ও বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন স্কুল চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে মুখ্যমন্ত্রী ইকো ক্লাবের শুভ উদ্বোধন করেন। ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পরিষদের সহযোগিতা করা হয় এই ইকো ক্লাব।