স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : রাজধানীর নাগেরজলা বাস স্ট্যান্ডের বাইরে সিএনজি বাস চালকদের অস্থায়ী স্ট্যান্ড তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে নাগেরজলার বাস স্ট্যান্ডের গাড়ির চালকদের মধ্যে। তাদের অভিমত জেলা প্রশাসনের নির্দেশ কলা পাতা হয়ে গেছে। কারণ আগেও যখন এভাবে বটতলা এলাকায় আরবান বাসগুলি দাঁড়িয়ে যাত্রী তুলত তখন জেলা শাসকের কাছে বিষয়টি বিস্তারিত জানানো হয়। তখন জেলা শাসকের নির্দেশ মূলে কয়েকদিন নাগেরজলা স্ট্যান্ড থেকে যাত্রী পরিষেবা প্রদান করে আরবান বাসগুলি। কিন্তু সম্প্রতি পুনঃরায় নাগেরজলার বাইরে অস্থায়ী স্ট্যান্ড গড়ে তুলে যাত্রী পরিষেবা দিচ্ছে সেসব আরবান বাস চালকরা।
যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে নাগেরজলার স্ট্যান্ডের বাস চালকরা। তাদের অভিযোগ আগের জেলা শাসককে এ বিষয়ে জানানো হলে তিনি নোটিশ জারি করে বলেছিলেন বটতলা এলাকায় কোন যাত্রীবাহী গাড়ি দাঁড়াতে পারবে না। সেই বিবৃতি বর্তমান জেলা শাসককে দেখানো হয়। জেলাশাসক নির্দেশ দিয়েছেন বটতলা এলাকায় কোন গাড়ি দাঁড়াতে পারবে না। গাড়ি দাঁড়াতে হলে নাগেরজলার ভেতরে প্রবেশ করে দাঁড়াতে হবে। তারপর কয়েকদিন জেলা শাসকের নির্দেশ মোতাবেক সবকিছুই ঠিকঠাক চলে। ট্রাফিক পুলিশে যান চালকদের বটতলা এলাকায় দাঁড়াতে দেয়নি। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে শোনা যাচ্ছে ট্রাফিক এস পি বটতলা এলাকায় আরবানের যাত্রীবাহী বাস পাঁচ মিনিটের জন্য দাঁড়ানোর অনুমতি দিয়েছে। তাই নাগেরজলা বাস স্ট্যান্ডের বাস চালকরা সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক এস পি যদি নির্দেশ প্রত্যাহার না করে তাহলে আগামী ৫ জুলাই থেকে নাগরজোলা বাস স্ট্যান্ডের সমস্ত বাস বটতলা এলাকায় অস্থায়ী স্ট্যান্ডে দাঁড় করিয়ে যাত্রী পরিষেবা দেওয়া শুরু করবে। এর জন্য দপ্তরের মন্ত্রী এবং জেলা প্রশাসনকে ২৪ ঘন্টার সময় বেধে যায় নাগেরজলার বাস চালকরা। তখন আর জেলা শাসকের নির্দেশ মানবে না নাগেরজলা স্ট্যান্ডের বাস চালকরা।