স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : বৃহস্পতিবার ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সপ্তম ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলার হরিগঙ্গা বসাক রোড স্থিত প্রধান কার্যালয়ে। এই সম্মেলনের সূচনা করেন মন্ত্রী মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটার তথা কনভেনার প্রদীপ চন্দ সহ অন্যান্যরা। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গনবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তবে তার আগে মিথ্যাচার করা হয়েছিল। নতুন সরকার আসলে রেশনিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে বলে প্রচার চালানো হয়। বর্তমান সরকার রেশনের মাধ্যমে চিনি প্রদান করছে। ডাল দেওয়া হচ্ছে ভোক্তাদের। গুরো মশলা, সরসের তেল যাতে রেশনের মাধ্যমে বিক্রি করা যায় তার জন্য সরলীকরণ করা হয়েছে। এস এইচ জি গ্রুপের উৎপাদিত সামগ্রী রেশনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। নতুন করে ২০০ টি রেশন শোপ মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার মাধ্যমে চাল প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে বলে জানান মন্ত্রী মনোজ কান্তি দেব।\