স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : বাংলাদেশ থেকে তিন পর্যটক রাজ্যে ঘুরতে এসে প্রান নাশের হুমকি শুনে আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার বিবরণে জানা যায় বৈধ ভাবে বাংলাদেশ থেকে তিন পর্যটক রাজ্যে আসে। রাজ্যে আসার পর তারা আগরতলার একটি বেসরকারি হোটেলে উঠে। এরই মধ্যে হরেন্দ্র দাস নামে রাজ্যের এক অসাধু মাছ ব্যবসায়ী সেই পর্যটকদের সাথে যোগাযোগ করে। সে বাংলাদেশি পর্যটকদের জানায় যে তার কিছু মাছ বাংলাদেশে আটকে রয়েছে।
সেই গুলি যেন সেখান থেকে আনার ব্যবস্থা করে দেয় তারা। বাংলাদেশ থেকে আসা পর্যটকরা জানায় যে এই কাজ তারা করতে পারবে না। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে অসাধু মাছ ব্যবসায়ী হরেন্দ্র দাসের নেতৃত্বে কিছু দুষ্কৃতি বাংলাদেশ থেকে আসা পর্যটকরা যে হোটেলে উঠে, সেই হোটেলে যায়। পর্যটকদের প্রান নাশের হুমকি দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর বাংলাদেশ থেকে আসা পর্যটকরা পশ্চিম আগরতলা থানার দ্বারস্থ হয়। থানায় গিয়ে তারা নিরাপত্তার দাবি জানায়। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। ঘটনায় আতঙ্কে রয়েছেন পর্যটকরা।