স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : আবারো জটিল অস্ত্রোপচারে সাফল জিবি হাসপাতাল। জানা যায়, ৩২ বছর বয়সী এক মহিলার মাথার খুলির হাড়ের সাথে জড়িয়ে ছিল ক্যান্সারযুক্ত টিউমার। মাথার খুলির হাড়ের সাথে টিউমারের অংশ অপারেশনের মাধ্যমে টাইটানিয়াম জাল এবং পোস্টেরিয়র স্কাল্প রোটেশন ফ্ল্যাপ দিয়ে জুড়ে দেওয়া হয়।
এ বি ভি, আর সি সি এবং জি বি হাসপাতালের সম্মিলিত ১০ জনের যৌথ চিকিৎসকের টিম ৮ ঘন্টার প্রচেষ্টায় জটিল এই নিউরো সার্জারি সফল করতে সক্ষম হয়। অপারেশনে আগরতলা মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের নিউরোসার্জারি অপারেশন থিয়েটারে ডাঃ সিদ্দারেড্ডি অঙ্কিরেড্ডি পল্লীর ও নিউরোসার্জন ডাঃ দেবদত্ত সাহা, ডাঃ শুভাশীষ লস্কর নেতৃত্ব দেন। এছাড়াও ছিলেন অনকোলজি টিমের সদস্য ডাঃ আশিস গুপ্ত, ডাঃ অম্লান দেববর্মা, ডাঃ ভাস্কর রায়, ডাঃ সুমন দাস, ডাঃ রাহুল, ডাঃ সৈকত সেন, ডাঃ রাকেশ ত্রিপুরা, ডাঃ মৃণাল দেববর্মা। অ্যানেস্থেটিস্ট এবং নিউরো ওটি বুখরাই জামতিয়া এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী। তাদের প্রচেষ্টায় এই জটিল অপারেশনটি সফল হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। জটিল অপারেশনের পর এখন রোগীনি সুস্থ রয়েছেন। সফল অস্ত্রোপচার কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন নিউরোর মতো জটিল রোগের চিকিৎসার জন্য এখন আর কাউকে বহিঃরাজ্যে ছুটতে হবে না।