স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ আগস্ট : ভারতবর্ষ স্বাধীন হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে পালন করা হচ্ছে অমৃত মহোৎসব। তারই অঙ্গ হিসাবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্য স্তরের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কনভেনার হলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পাপিয়া দত্ত হরঘর তিরঙ্গা কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে কি কি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তা তুলে ধরেন।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান হরঘর তিরঙ্গা কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে রাজ্য স্তরে প্রদেশ বিজেপির পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয়েছে। অনুরূপভাবে জেলা, মন্ডল ও বুথ স্তরে কমিটি গঠন করা হয়েছে। ৯ আগস্ট থেকে ১১ আগস্টের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে বিজেপি দলের পক্ষ থেকে জাতীয় পতাকা পৌঁছে দেওয়া হবে। ১১ আগস্ট থেকে ১৩ আগস্ট রাজ্যের শহর এলাকার প্রতিটি ওয়ার্ড ও গ্রামীণ এলাকার প্রতিটি পঞ্চায়েতের উদ্যোগে প্রভাত ফেরির আয়োজন করা হবে।এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে থাকা শহীদ ও মনীষীদের আবক্ষ মূর্তি গুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। ১২ ও ১৩ আগস্ট রাজ্যের ৬০টি বিধানসভা এলাকায় যুব মোর্চার উদ্যোগে বাইক রেলী সংঘটিত করা হবে। ১০ আগস্ট রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে ভব্য সুন্দর কার্যক্রম। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রী ও বিজেপি দলের নেতৃত্বরা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের রাজ্যের শহীদ পরিবারগুলিকে সম্মাননা প্রদান করা হবে। সাংবাদিক সম্মেলন পাপিয়া দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার।