স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ আগস্ট : সাত দফা দাবিতে ত্রিপুরা পান চাষী সমিতির পক্ষ থেকে উদ্যান, ভূমি ও মৃত্তিকা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা পান চাষী সমিতি। ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মতিলাল সরকার সহ একটি প্রতিনিধি দল। ডেপুটেশনের পর প্রতিনিধি দল জানান, গত একমাস আগে ত্রিপুরা পান চাষী সমিতির রাজ্য ভিত্তিক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় পান চাষীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছিল।
পরে সাত দফা দাবী সনদ তৈরি করা হয়। এ দাবিগুলি নিয়ে উদ্যান, ভূমি ও মৃত্তিকা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। কারণ পান চাষের উপর ভিত্তি করে ১৫ হাজার মানুষ সংসার পরিচালনা করছে। বামফ্রন্ট সরকারের আমলে নলুয়াতে একটি হিমগড় তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই হিমঘর গুলি নষ্ট হয়ে পড়ায় পান চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। হিমঘরটি সংস্কারের কোন উদ্যোগ নেই। এছাড়াও পানচাষীদের উন্নয়ন করতে সরকারি কোন উদ্যোগ গ্রহণ করছে না। তাই দাবি জানানো হচ্ছে পান চাষীদের জন্য ঋণের ব্যবস্থা করা, সরকারি উদ্যোগে পান চাষীদের সহযোগিতা করা, ক্ষতিগ্রস্ত পান চাষীদের আর্থিকভাবে সহযোগিতা করা যাবে জানানো হয়েছে বলে ডেকোরেশনের পর জানান প্রতিনিধি দল।