স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : বিজেপির জন বিরোধী নিতি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। কারণ বিজেপির নিতি হলো ধনীদের জন্য কাজ করা, গরিবদের জন্য নয়। আর বিষয়টি জনগণের সামনে তুলে ধরতে হবে। তাহলেই বিজেপিকে সারা দেশে কোন ঠাসা করা যাবে। সোমবার রাজধানীর টাউন হল জনগণের ২৮ দফা দাবি সমর্থনে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য পরিষদের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রাক্তন সাংসদ তথা ত্রিপুরার ক্ষেত মজুর ইউনিয়নের নেতা শংকর প্রসাদ দত্ত।
তিনি আরো বলেন, সভ্যপদ শুধু অর্থ সংগ্রহ করে রশিদ দিয়ে আসা নয়। মানুষকে সভ্যপদের গুরুত্ব সম্পর্কে বুঝতে হবে। মানুষকে নিয়ে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান তিনি। বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি শোষণের শিকার গরিব মানুষ। তাই সরকারের নিতির পরিবর্তন করতে গরিব মানুষদের ঐক্যবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। রণকৌশলের জন্য এক একটি মাইলস্টোন ধরে এগোতে হবে বলে অভিমত ব্যক্ত করেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক তথা ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের নেতা রতন দাস। তিনি বলেন লড়াই আগামী দিনে চলবে। সন্ত্রাস রুখতে গণতন্ত্র পুনরুদ্ধার করতে এই লড়াই বলে জানান তিনি। এদিন কনভেনশনের মাধ্যমে মন রেগায় বছরে ২০০ দিনের কাজ ও ছয় শতাধিক টাকা মজুরি প্রদান করা, সকল খেত মজুরদের নির্মাণের জন্য পাঁচ লক্ষাধিক টাকা প্রদান করা, ভূমি অধিগ্রহণ আইন ২০১৩ লাগু করা সহ জনগণের ২৮ দফা দাবি তোলা হয়। এদিন আয়োজিত কনভেনশনে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের নেতা ভানুলাল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।