স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : ২৯ বছর যাবত রাজ্যে রবীন্দ্র সংগীতের প্রচার ও প্রসার ঘটিয়ে যাচ্ছে বিশ্ববীনা সংগীত প্রতিষ্ঠানটি। বহু ছাত্র ছাত্রী এই প্রতিষ্ঠান থেকে রবীন্দ্র সংগীতে জ্ঞান অর্জন করে বেড়িয়ে খ্যাতি অর্জন করেছে । এই সংগীত প্রতিষ্ঠানের কর্ণধার রীতা চক্রবর্তী।
বিশ্ববীনার প্রাক্তনীদের উদ্যোগে শিল্পী তথা প্রতিষ্ঠানের কর্ণধার রীতা চক্রবর্তীর একক গানের আয়োজন করা হয়। আগামী ৩ আগস্ট রবীন্দ্র ভবনে হবে বন্ধু রহো – রহ সাথে শীর্ষক রীতা চক্রবর্তীর একক রবীন্দ্রগানের অনুষ্ঠানটি। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান উদ্যোক্তারা।।