স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : দেশের ছয়টি রাজ্যে গড়ে উঠছে লাইট হাউজ প্রকল্পের মাধ্যমে বিদেশী প্রযুক্তিতে অত্যাধুনিক ফ্ল্যাট। এর মধ্যে ত্রিপুরাও রয়েছে। ২০২১ সালের ১ জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের শিলান্যাস করেন। দেশের অন্যান্য রাজ্যে মধ্যে চেন্নাই লাইট হাউজের কাজ সম্পূর্ণ হয়ে গেলেও ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্যে কাজে গতি অনেকটাই ঢিলামি হচ্ছে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৬ই আগস্ট লাইট হাউসের কাজের অগ্রগতির সম্পর্কে মুখ্যমন্ত্রীদের কাছে থেকে রিপোর্ট চেয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে শুরু হয়ে গেছে মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক স্তরে দৌড়ঝাঁপ। সোমবার সকালে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছুটে যান লাইট হাউজ প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখতে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা লাইট হাউস প্রকল্পের কাজকর্ম সর জমিনে পরিদর্শন করে বহু ত্রুটি বিচ্যুতি এবং কাজের ঢিলে গতি প্রত্যক্ষ করেন। কথা বলেন লাইট হাউস প্রকল্পে ঠিকাদার ও শ্রমিকদের সাথে। আরো পর্যাপ্ত পরিমাণে শ্রমিক নিয়োজিত করে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য বলা হয়েছে ঠিকাদারদের বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের প্রযুক্তিতে ত্রিপুরার লাইট হাউস প্রকল্পের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় নয় শতাধিকের অধিক গরিব এবং মধ্যবিত্ত গরিব পরিবারের মানুষ ৫০০০ টাকা দিয়ে অগ্রিম ফ্ল্যাট কিনে নেওয়ার প্রস্তুতি নেয়। যারা ৫ লক্ষাধিক টাকার কম অর্থ বছরে রোজগার করে তাদের জন্য এই ফ্ল্যাট গড়ে উঠছে। দেশের প্রধানমন্ত্রী এই ধরনের চিন্তাধারা অতুলনীয়। ত্রিপুরায় এই প্রকল্পের মাধ্যমে ১ হাজার ফ্ল্যাট এবং সাতটি টাওয়ার তৈরি করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান অত্যন্ত দ্রুত এই প্রকল্পে কাজ লাগছে সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি কাজ পুনরায় পরিদর্শনে আসবেন। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, পূর্ত ও বি ডব্লিউ এস -এর সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকেরা।