স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ এপ্রিল : বৃহস্পতিবার রাজধানীর ভুতুরিয়া এলাকায় বিদ্যুৎ নিগম অফিসের সামনে বিক্ষোভে শামিল হল ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন। দাবি বিদ্যুৎ নিগমের কর্মরত অবস্থায় দুর্ঘটনা জনিত মৃত্যু তাপস নমঃ দাশের পরিবারকে সহযোগিতা করা হয় নি। তাই বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানায়।
ত্রিপুরা বিদ্যুৎ নিগম ইউনিয়নের সভাপতি রণবীর রায় জানান, লক্ষ্য করা যাচ্ছে বিদ্যুৎ নিগমের অধীনে থাকা বিদ্যুৎ কর্মীরা বিভিন্ন সময় কাজ করতে গিয়ে দুর্ঘটনার জনিত কারণে গুরুতর আহত হচ্ছে। পরবর্তী সময় তাদের চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে। আবার কারোর কারোর অঙ্গহানি পর্যন্ত হচ্ছে। বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে পুরোপুরি উদাসীনতার ভূমিকা পালন করে চলেছেন এম ডি। গত বুধবার এমডির সাথে দেখা করার জন্য চেষ্টা করলে তিনি কোন সাড়া দেননি। মূলত উদ্দেশ্য ছিল শ্রমিকদের সুরক্ষার বিষয়ে আলোচনা করা।