স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : সমাজ জীবনে বহু রকমের দান রয়েছে। এর মধ্যে সর্বোত্তম হলো রক্তদান। স্বেচ্ছায় রক্তদানের অনুষ্ঠান অনেকদিন ধরেই ত্রিপুরা রাজ্যের নিয়মিতভাবে হচ্ছে। রক্ত মানুষের প্রতিদিন প্রয়োজন। রাজ্যে যখনই রক্তের প্রয়োজন হয়, তখন স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে তা পূরণ হয়।
রবিবার আগরতলার মেলার মাঠ স্থিত এগিয়ে চলো সংঘে রক্তদান শিবিরে বক্তব্য রেখে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। থ্যালাসেমিয়া রোগী এবং দুর্ঘটনারগ্রস্ত রোগীদের সবচেয়ে বেশি রক্তের প্রয়োজন হয়। তাই এই ধরনের রক্তদান শিবির প্রশংসনীয়। আর এই রক্তদান শিবিরে যারা এগিয়ে আসে তারা নিজেও জানেনা কত বড় সামাজিক কাজ তারা করছে। এই রক্তদান শিবির অব্যাহত রাখতে আহ্বান জানান তিনি। পাশাপাশি এলাকায় যুব সমাজকে বলেন ক্লাবের এগিয়ে চলো নামের সার্থকতা তখনই আসবে যখন এ ধরনের মহৎ দান এ সমাজের যুব অংশের ছেলে মেয়েরা এগিয়ে আসবে। পাশাপাশি এদিন ক্যন্সার আক্রান্ত এক শিশুর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি রানীরখামার রামকৃষ্ণ আশ্রমে শিশু উদ্যানের রক্ষণাবেক্ষণের জন্য আশ্রমের প্রতিষ্ঠাতা শিক্ষক পরেশ চন্দ্র চক্রবর্তীর হাতেও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পরে মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন। রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। শিবিরের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।