স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ সেপ্টেম্বর : বর্তমান জোট শাসনে খুন, সন্ত্রাস, অপহরণ ও ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে চলছে। সাত বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধারা রেহাই পাচ্ছে না। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি বিলোনিয়া বিভাগীয় কমিটির আয়োজিত পঞ্চদশ সন্মেলনে বিজেপি জোট সরকারের সমালোচনা করে এমনটাই অভিমত ব্যক্ত করেন প্রাক্তন সাংসদ তথা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য। সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ে সোমবার দুপুর বারোটা নাগাদ শুরু হয় সন্মেলন।
সন্মেলনের শুরুতে নারী সমিতির পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারী সমিতির নেত্রীরা। শহরে মিছিল পরিক্রমা করার আগাম অনুমতি থাকা সত্ত্বেও, আইনশৃঙ্খলা জনিত অজুহাতে পুলিশ মিছিলের অনুমতি বাতিল করে দেয় বলে অভিযোগ নারী সমিতির নেত্রীদের পক্ষ থেকে। প্রাক্তন সংসদ বক্তব্য রেখে আরও বলেন, হিরার রাজত্বে নারীদের ইজ্জত ধুলায় লুন্ঠিত হচ্ছে। নারীদের কোন ইজ্জ্বত নেই নিরাপত্তা নেই। মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন যাওয়ার পর মুখ্যমন্ত্রী মানিক সাহা, অকপটে স্বীকার করে বলেন নারীরা নিরাপত্তা হীনতায় ভুগছে । আপনারা নারী সমিতিকে শক্তীশালী করে তুলোন। কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা বাইরে গেলে বলেন এরাজ্য হীরার রাজ্য, সমৃদ্ধ ত্রিপুরা, সুন্দর ত্রিপুরা , স্মার্ট ত্রিপুরা ।
পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও বলেছেন এ রাজ্যে সুশাসন তৈরি হয়েছে। মানিক ছেড়ে হিরা তৈরি হয়েছে। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে নারী মুক্তির লড়াই। এদিন প্রায় দুই শতাধিক নারীরা এই সন্মেলনে প্রতিনিধিত্ব করেন। আয়োজিত সন্মেলনে প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য ছাড়াও উপস্থিত ছিলেন নারী সমিতির বিলোনিয়া বিভাগীয় সম্পাদিকা যমুনা পাল, দক্ষিণ জেলা কমিটির সম্পাদিকা শিউলি লোধ, সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক বিজয় তিলক, সিপিআইএম জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা।

