স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : আবারো দুঃসাহসিক লুটপাটের ঘটনা ঘটলো আগরতলা শহরতলি এলাকায়। ঘর থেকে সর্বস্ব লুট করে নিয়ে যায় চোরেরা। দুঃসাহসিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব আড়ালিয়া এলাকায়। এলাকার বাসিন্দা মাধব সরকারের বাড়ি গত কয়েকদিন ধরে খালি ছিল। পরিবারের সবাই বেড়াতে গিয়েছিলেন।
তবে মাধব সরকারের ছেলে প্রতিদিন একবার হলেও বাড়িতে আসতেন। শনিবার সকালে গিয়ে দেখতে পান ঘরের দরজা খোলা। সর্বস্ব লুটপাট করে নিয়ে গেছে চোরের দল। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান এলাকাবাসী। খবর দেওয়া হয় পুলিশে। তবে পরিবারের সদস্যদের সন্দেহ এলাকার কেউ এই চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে। সঠিক তদন্ত করলে প্রকৃত রহস্য বেড়িয়ে আসবে। জানা গেছে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরেরা। এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের নিয়মিত টহলদারি না থাকার ফলে এ ধরনের চুরির ঘটনা বাড়ছে।