Wednesday, March 26, 2025
বাড়িরাজ্য২৪ ঘন্টায় স্বস্তি সংক্রমণের পরিসংখ্যান

২৪ ঘন্টায় স্বস্তি সংক্রমণের পরিসংখ্যান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : স্বাস্থ্য দপ্তরে বুলিটিনে করোনা সংক্রমণের পরিসংখ্যান অনেকটাই স্বস্তি গত ২৪ ঘন্টায়। সংক্রমণের হার কমে দাঁড়ায় ৮.৩৩ শতাংশে। নতুন করে ৩,৪৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২৮৮ জনের শরীরে সংক্রমণ সনাক্ত হয়। স্বস্তি মৃত্যুতেও। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়নি কারোর। পশ্চিম জেলায় সংক্রমিত ৫৬ জন, সিপাহীজলা জেলাতে সংক্রমিত ৫ জন, খোয়াই জেলায় সংক্রমিত ১৭ জন, গোমতী জেলায় সংক্রমিত ৬০ জন, দক্ষিণ জেলার সংক্রমিত ৭৫ জন, ধলাই জেলায় সংক্রমিত ২৪ জন, ঊনকোটি জেলায় সংক্রমিত ২৬ জন, উত্তর জেলায় সংক্রমিত ২৫ জন।

কিন্তু এবার সংক্রমণ পশ্চিম জেলাকে ছাড়িয়ে গেছে গোমতী জেলা এবং দক্ষিণ জেলা। হু হু করে বাড়ছে সংক্রমণ দুই জেলায়। রাজ্যের বর্তমানে সুক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৯৮৫ জনে। সুস্থতার হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে। বর্তমানে সুস্থ থাকার ৯৭.১৯ শতাংশ। সুস্থ হয়েছে নতুন করে আরো ৪০৯ জন। পরিস্থিতি লাগাম টানতে প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে জনসচেতন মূলক শিবির। নাগেরজলা স্ট্যান্ডে শুক্রবার জনসচেতন মূলক শিবির সংঘটিত করা হয়। কারণ মানুষের মধ্যে অসচেতনতা এতটাই চরম আকার ধারণ করেছে যে প্রতিদিন সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে। গত ১৪ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত রাজ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। এই উদ্বেগ জনক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেতনতা মূলক কর্মসূচি প্রশাসনের পক্ষ থেকে আগেই নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু ঢিলেমি হয়ে যাওয়ায় চোখ রাঙাতে শুরু করেছে সংক্রমণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য