Sunday, March 23, 2025
বাড়িরাজ্যউন্নয়নের পরিকল্পনা সাংসদের

উন্নয়নের পরিকল্পনা সাংসদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : শিক্ষক স্বল্পতার কথা স্বীকার করলেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। ধোলাই জেলার বিদ্যালয়গুলিতে সবচেয়ে বেশি শিক্ষক সংকট রয়েছে। আগেও তিনি এই তথ্য পেয়েছিলেন। তখন শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষক নিয়োজিত করার বিষয়ে অবগত করেছিলেন। পুনরায় বিষয় কেন্দ্রিক শিক্ষক অভাবের তথ্য দলের কর্মীদের কাছ থেকে পেয়েছেন।

 এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করবেন বলে শুক্রবার গন্ডাছড়া বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে জানান সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। তিনি গন্ডাছড়া মহকুমা স্বাস্থ্য ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে গন্ডাছড়া মহকুমা একটি ১০০ আসন বিশিষ্ট হাসপাতাল করার ঘোষণা দেন। এর জন্য টেন্ডার হওয়ার পথে। এবং দ্রুত এই কাজ সম্পূর্ণ করে গন্ডাছড়া বাসীকে আগামী দু বছরের মধ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। তবে কিছু স্বাস্থ্য কর্মী সংকট রয়েছে। আর এই কর্মী সংকট মেটাতে সি এম ও সাথে আলোচনা হয়েছে। সারা রাজ্যে কর্মী সংকট রয়েছে বলে জানান তিনি। হাসপাতালে ওষুধের সংকটের অভিযোগ রয়েছে। এ বিষয়ে আধিকারিকের সাথে কথা হয়েছে। ওষুধ হাসপাতালে এনে মানুষে জন্য মজুত রাখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। এছাড়া হাসপাতালে যাতে সাপ্তাহে একদিন এক্স রে করার সুযোগ পায়, তার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি সনোগ্রাফী মেশিনটি চালু করার দিকে গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বস্ত করেন সাংসদ রেবতি কুমার ত্রিপুরা। আরো বলেন, গন্ডাছড়া মহকুমা রহস্যাবাড়ী থেকে মন্দির ঘাট যাওয়ার রাস্তাটি বেহাল দশা ছিল। পূবর্তন সরকারের আমল থেকেই রাস্তায় এই বেহাল দশা।

রাস্তাটি সংস্কারের জন্য এক ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়। তিনি দ্রুততার সাথে কাজ করছেন। আগামী নভেম্বর – ডিসেম্বরের মধ্যে রাস্তাটির কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা ব্যক্ত করে তিনি। পাশাপাশি তিনি আরো বলেন গন্ডাছড়া মহকুমার উন্নয়নের জন্য কিছুদিন পর মহকুমা শাসকের সাথে কথা বলে সমস্ত উন্নয়নমূলক কাজকর্মে খোঁজখবর নেবেন। এবং দ্রুততার সাথে যাতে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, রাস্তাঘাট, পানীয় জলে সমস্যা নিরসন হয় সে বিষয়ে আলোচনা করা হবে। আগামী দিনে যাতে লোডশেডিং মুক্ত গন্ডাছড়া এবং ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী যাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে পারে সেদিকে গুরুত্ব দিয়ে ব্যবস্থাপনা করা হবে। পাশাপাশি এ ডি সি প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দেন। তিনি আরো বলেন মানুষের এই মৌলিক চাহিদা মেটাতে এডিসি প্রশাসনের গুরুত্ব দেওয়া দরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য