স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুলাই : উগ্রপন্থী হামলায় উদ্বাস্তু পরিবার গুলিকে স্বীকৃতি প্রদান করা, উদ্বাস্তু পরিবার গুলির জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা, উদ্বাস্তু হওয়ার পরিবারগুলির জন্য এককালীন পাঁচ লক্ষাধিক টাকা অনুদান প্রদান করার দাবিতে শুক্রবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন প্রদান করল উদ্বাস্তু উন্নয়ন কমিটি।
উদ্বাস্তু উন্নয়ন কমিটির সভাপতি সজল পোদ্দার জানান, উগ্রপন্থী হানায় যারা উদ্বাস্তু হয়েছে তাদের সরকারী ভাবে স্বীকৃতি প্রদান সহ তিন দফা দাবি সনদ পেশ করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে দাবি গুলি পূরণ না হলে আন্দোলনে নামার ঘোষণা দেয় উদ্বাস্তু উন্নয়ন কমিটি। দীর্ঘ ২২ বছর যাবত তাদের আন্দোলন চলছে। এই আন্দোলনের ফল স্বরূপ তাদের ২ গণ্ডা করে জমি দেওয়া হয়। ২০১৭ সালে সেই জমির পাট্টা দেওয়া হয় বলে জানান উদ্বাস্তু উন্নয়ন কমিটির সভাপতি সজল পোদ্দার। কিন্তু এ পি এল এবং বি পি এল এই ভাবে বিভক্ত করে খাজনা দেওয়ার কথা জানানো হয়। এই খাজনা মুকুব করার দাবি জানান। ৫ লক্ষ টাকার অনুদান দেওয়ার দাবিও জানান তিনি। এদের প্রতিনিধি জলের ইচ্ছার উপস্থিত ছিলেন সম্পাদক রাখাল দেবনাথ, চেয়ারম্যান গোপাল লস্কর।