স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নেওয়া হলো কর্মসূচি। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন সাংসদ তথা প্রদেশ বিজেপির প্রভারি বিনোদ সোনকর।
এইদিনের বৈঠকে সাংসদ তথা প্রদেশ বিজেপির প্রভারী বিনোদ সোনকর ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সংগঠন মহামন্ত্রী ফনিন্দ্র নাথ শর্মা সহ অন্যান্যরা। এইদিনের বৈঠকে একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংসদ তথা প্রদেশ বিজেপির প্রভারী বিনোদ সোনকর জানান দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে অমৃত মহোৎসব পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবসের দিন হর ঘর তেরঙ্গা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচিকে কিভাবে বাস্তবায়িত করা যায় সেই বিষয় নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি আগরতলা শহরকে স্বচ্ছ শহর হিসাবে পরিণত করা এবং এক নাম্বার স্মার্ট সিটিতে পরিণত করার বিষয়ে এইদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।